22 C
আবহাওয়া
৮:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » হামাসের সদস্য ও আর্থিক সহায়তাকারী ১০ জনকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

হামাসের সদস্য ও আর্থিক সহায়তাকারী ১০ জনকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা


বিএনএ, বিশ্বডেস্ক : হামাসের শীর্ষ ১০ নেতা ও অর্থ প্রদানকারী সদস্যদের উপরে নিষেধাজ্ঞা প্রদান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগ বুধবার (১৮ অক্টোবর) এ নিষেধাজ্ঞা ঘোষণা করে।

মার্কিন সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, নতুন নিষেধাজ্ঞায় সুদান, তুরস্ক, আলজেরিয়া এবং কাতারসহ গাজা ও অন্যত্র অবস্থিত ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে।
মার্কিন সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, নতুন নিষেধাজ্ঞায় সুদান, তুরস্ক, আলজেরিয়া এবং কাতারসহ গাজা ও অন্যত্র অবস্থিত ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

ট্রেজারি বিভাগের সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এক বিবৃতিতে বলেন, ‘শিশুসহ ইসরায়েলি বেসামরিক নাগরিকদের নৃশংস ও অকল্পনীয় বেপরোয়া হত্যাকাণ্ডের পর হামাসের অর্থদাতা এবং সহায়তাকারীদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিচ্ছে।’

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের অভ্যন্তরে আচমকা হামলা চালায়। এতে ১,৪০০ জন নিহত হন।

এরপর ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে পালটা প্রতিশোধমূলক হামলা শুরু করে। হামাসের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের হামলা শুরু করার পর থেকে গাজায় এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ