বিএনএ, ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে নিউজিল্যান্ড। এবার তারা উড়িয়ে দিয়েছে আফগানিস্তানকে।এবারের বিশ্বকাপে চার ম্যাচের সবকটিতেই জিতল গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। অন্যদিকে সমান ম্যাচে আফগানদের এটি তৃতীয় পরাজয়।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে বুধবার নিউজিল্যান্ডের জয় ১৪৯ রানের। আফগানিস্তানের ফিল্ডারদের পিচ্ছিল হাত আর উইল ইয়াং, টম ল্যাথাম ও গ্লেন ফিলিপসের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৮ রান করে কিউইরা। জবাবে ৩৪.৪ ওভারে ১৩৯ রানে শেষ হয় আফগানিস্তানের ইনিংস।
আগামী রোববার ধর্মশালায় নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ভারত। পরের দিন পাকিস্তানের মুখোমুখি হবে আফগানিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৮৮/৬ (কনওয়ে ২০, ইয়াং ৫৪, রবীন্দ্র ৩২, মিচেল ১, ল্যাথাম ৬৮, ফিলিপস ৭১, চাপম্যান ২৫*, স্যান্টনার ৭*; অতিরিক্ত ১০; মুজিব ১০-০-৫৭-১, ফারুকি ৭-১-৩৯-০, নাভিন ৮-০-৪৮-২, নবি ৮-১-৪১-০, রশিদ ১০-০-৪৩-১, ওমরজাই ৭-০-৫৬-২)।
আফগানিস্তান: ৩৪.৪ ওভারে ১৩৯ (গুরবাজ ১১, ইব্রাহিম ১৪, রহমত ৩৫, হাশমতউল্লাহ ৮, আজমতউল্লাহ ২৭, ইকরাম ১৯*, নবি ৭, রশিদ ৮, মুজিব ৪, নাভিন ০, ফারুকি ০; অতিরিক্ত ৫; বোলট্ ৭-১-১৮-২, হেনরি ৫-২-১৬-১, স্যান্টনার ৭.৪-০-৩৯-৩, ফার্গুসন ৭-১-১৯-৩, ফিলিপস ৩-০-১৩-০, রবীন্দ্র ৫-০-৩৪-১)।
ফল: নিউজিল্যান্ড ১৪৯ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: গ্লেন ফিলিপস।
বিএনএ/ ওজি