বিএনএ, বোয়ালখালী : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল’র জন্মদিন উপলক্ষে বোয়ালখালী পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সকালে পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মোহাং জহুরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর রেবেকা সুলতানা, জোবাইদা বেগম, শাহনাজ পারভীন, কাউন্সিলর সিরাজুল হক, আরিফ উদ্দিন জুয়েল, সুনীল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন আবু, হাজী নাছের আলী, জাহাঙ্গীর আলম।
মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াস সিকদার। এছাড়াও পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ/মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ/এইচ.এম।