15 C
আবহাওয়া
১০:২৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে ব্যাংক কর্মকর্তার মামলা

ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে ব্যাংক কর্মকর্তার মামলা

ইভ্যালির জালিয়াতি মামলা; অভিযোগ গঠনের শুনানি ২২ জানুয়ারি

বিএনএ, ঢাকা : ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনসহ (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের আবু হাসান জনি নামে এক কর্মকর্তা।
সোমবার (১৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। বাদী পক্ষের আইনজীবী মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অপর আসামিরা হলেন- আহমেদ জাহিদ, মেহেদী হাসান, আতাউর রহমান, আরিফ উল্লাহ খান, ফিরোজ হোসেন, এহসান চৌধুরী, সাজ্জাদ আলম ও তরিকুল কামরুল।

মামলার এজাহারে বলা হয়েছে, মামলার বাদী বিভিন্ন সময়ে এসি, মোটরবাইক ও মোবাইল সেটসহ মোট ১৩টি পণ্য ইভ্যালিতে অর্ডার করেন। যার মূল্য ১১ লাখ ২১ হাজার ৪১৯ টাকা পরিশোধও করেন তিনি। পরবর্তীতে আসামিরা উক্ত পণ্য পরিশোধ না করে পরস্পর যোগসাজশে বাদীর টাকা আত্মসাৎ করেছেন বলে বাদী উল্লেখ করেন।

বিএনএনিউজ/শহীদুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ