22 C
আবহাওয়া
৮:৫৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে দুইজনের মরদেহ উদ্ধার

রাজধানীতে দুইজনের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা : রাজধানীতে পৃথক ঘটনায় নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন রেখা আক্তার (৪৫) ও অজ্ঞাতনামা বৃদ্ধ (৬৫)। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে রোববার দিবাগত রাত ৩টার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর পাশের গেট থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে ভোর সাড়ে ৪টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই নারী ভবঘুরে প্রকৃতির। শুধু নিজের নামটি বলতে পেরেছিল। এ ছাড়া আর কোনো ঠিকানা বলতে পারেনি। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রোববার রাত ১১টার দিকে ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যান ঢাকা রেলওয়ে থানা পুলিশ। তার মাধ্যমে জানা যায়, রেলওয়ের পুরাতন মসজিদের পাশে ফুটপাতে মৃত অবস্থায় পড়েছিল ওই ব্যক্তি। তার নাম-পরিচয় জানা যায়নি।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ