বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারায় নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।সোমবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হল রুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৈহিদুল হক চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, মৎস্য কর্মকর্তা রাশিদুল হক ও মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।
এছাড়াও অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনগুলো নানা কর্মসূচী পালন করেন। কর্মসূচীর মধ্যে ছিল খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং এতিমদের মাঝে খাবার বিতরণসহ দিনব্যাপী নানা আয়োজন।
বিএনএ/ এনামুল হক,ওজি