17 C
আবহাওয়া
১০:৩২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » শাহদীন মালিকের পরিবর্তে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ

শাহদীন মালিকের পরিবর্তে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ


সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের পরিবর্তে  যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক আলী রীয়াজকে দায়িত্ব দিয়েছে সরকার।বুধবার (১৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংস্কারের ছয়টি কমিশন গঠনের তথ্য জানিয়েছিলেন। সেখানে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে নাম ছিল ড. শাহদীন মালিকের।

রাষ্ট্রবিজ্ঞানী আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) প্রেসিডেন্ট।

তিনি সরকার ও রাজনীতি, জাতীয়-আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্র-সমাজ ও নির্বাচন-প্রশাসনসহ নানা বিষয়ে নিয়মিত লেখালেখি করেন। সম্প্রতি তিনি দেশে এসেছেন। বাংলাদেশের সংবিধান সংস্কারের বিষয়ে পুনর্লিখনের ওপর জোর দেন তিনি।

 

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ