বিএনএ, চট্টগ্রাম: বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে বসতঘর। সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার চরখিদিরপুর গ্রামের হাজারীরচর বড়ুয়াপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৈদ্যুতিক শট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে জানিয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো.সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কল্যানী বড়ুয়ার ৪ কক্ষবিশিষ্ট বসতঘর পুড়ে গেছে। এতে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিএনএনিউজ/ বাবর মুনাফ