26 C
আবহাওয়া
১২:৫২ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

নারায়ণগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শিশু নিহত


বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আয়েশা (৬) নামে এক স্কুল ছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সোনারগাঁওয়ের জয়নগর এলাকায় এ ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর আহতাবস্থায় পরিবারের সদস্যরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে আয়েশাকে ঢামেকে নিয়ে আসলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বাবা রিপন মিয়া; মা সাথী আক্তারের একমাত্র মেয়ে ছিল আয়েশা। স্থানীয় সত্যের সন্ধানে ইসলামী একাডেমীর নামে একটি কিন্ডারগার্টেনের প্লে শ্রেণিতে লেখাপড়া করতো আয়েশা।

নিহতের মা সাথী আক্তার জানান, সকাল ৮টার দিকে স্কুলে গিয়েছিল আয়েশা। সকাল সাড়ে ৯টার দিকে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল নিয়ে বাসায় ফেরে সে। ২০ শিক্ষার্থীর মধ্যে সে অষ্টম হয়েছিল। তিনি বলেন, স্কুল থেকে ফিরে আয়েশা বলে মা জামা খুলে দাও খেলতে যাব। সে খেলতে গিয়েছিল। বাসার সামনে একটি অটো রিকশা এসে তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে মারা যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ / আজিজুল, ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ