18 C
আবহাওয়া
৯:০৩ অপরাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » অফার মেসেজের যন্ত্রণায়…..

অফার মেসেজের যন্ত্রণায়…..

ROBI-AIRTEL-BD

বিএনএ, ঢাকা:  মোবাইল ফোন অপারেটরসমূহের মিনিট, রেট এবং ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ নিয়ে ব্যবহারকারীরা দারুন ভোগান্তিতে রয়েছেন।
একটা সিমে প্রতিদিন সকাল থেকে আসতে থাকে একের পর এক অফার। যারা ১৫দিন বা একমাসের জন্য বান্ডেল কিনেন তাদের কাছে এসব মেসেজ খুব বিরক্তিকর।অফার মেসেজ মোছার জন্য আলাদা সময় বের করতে হয়।

আমরা পাঠকদের( মোবাইল ফোন ব্যবহারকারী) কাছ থেকে প্রায়শ নানা অভিযোগ পাই।অনেকরকম অফারের কারণে বিভ্রান্ত হওয়া স্বাভাবিক।

সম্মানিত ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারকে ধন্যবাদ। তিনি মানুষের প্রয়োজন ও চাহিদাকে সবসময় গুরুত্ব দেন। গণমানুষের জন্য ভাবেন। শনিবার(১৭ সেপ্টেম্বর) মন্ত্রী ঠিকই বলেছেন, ক্ষুদ্র মেয়াদ ও অসংখ্য প্যাকেজ দেয়ার ফলে গ্রাহকরা বিভ্রান্ত হচ্ছেন।
তাঁর উদ্যেগে ১৫ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে মোবাইল ডাটার তিন দিনের মেয়াদ অফার।এরপর হতে ডাটার মেয়াদ সর্বনিম্ন সাত দিন হবে।

একজন গ্রাহকের কাছে সকাল ৭টা থেকে দুপুর একটার মধ্যে রবি ও এয়ারটেল হতে ১৮সেপ্টেম্বর২০২৩ নিচের অফারগুলো(Robi Airtel) আসে:

০১. AT_12GB300M-আজ২০০টাকায় ১২জিবি+৩০০মি*১২৩*১#বা ১৮জিবি*১২৩*২০০*২#
০২.Best_Deal আজ ৯০মিনিট,৩দিন,৫৬টাকায়! শুধু *১২১*০০৫৬#ডায়ালে।
০৩. Shera_Offer আজ রবিতে ডায়ালে ২৫জিবি,৩০দিন,ট৩৪৯/*4*349*1#,২০জিবি,৭দিন,ট১৬৮/*4*168*1#
০৪.Best_Offer আজ আপনার জন্য ৪০জিবি ৩০দিন মাত্র ৪৯৫টাকায়। শুধু *212*860#ডায়ালে।
০৫.Bonus_Alert আজ রবিতে ডায়ালে ২০জিবি+৪০০মি,৩০দিন,ট৩৪৮/*4*348*1#, আরো অফার নিতে *4#
০৬.Combo _Offer রবিতে আজ ৯৭টাকায় ৭০মিনিট+৫জিবি ৭দিনের জন্য! শুধু *212*946#ডায়ালে
০৭. AT10GB100M-১০জিবি+১০০মি.৩০দিন-১০০টাকা!আজকের মধ্যে ১বার কিনতে ডায়াল*২১২*৯৯১#
এর আগের দিন রবিবার ঢুকে অনুরুপ ১৫টি মেসেজ। একজন পাঠকের মন্তব্য এ সব কোম্পানীর সার্ভিস নিয়ে কী মহা অপারাধ করে ফেললাম!

একজন পাঠক জানালেন, তিনি ৩০দিনের প্যাক কিনেন। এ জন্য তিনি মাই রবি(Robi Airtel) অ্যাপস ব্যবহার করেন।
বিকাশ থেকে রিচার্জ করতে গেলে সেখানকার অফার আর অ্যাপসের অফার ভিন্নতর।বিকাশের অফারে হয় মিনিট বা জিবি কম থাকে। আবার মেসেজ অপশনে বিশেষ অফারে দেখা যায়,মিনিট বা নেট দুটোরই বেশি মেয়াদ একই থাকে।
বান্ডেল,ক্যাশব্যাক অফার,ইন্টারনেট প্যাকস,ইজিপ্ল্যান কোনটাই আপনার বাজেটের সাথে মেলাতে পারবেন না।

স্বল্প আয়ের মানুষ, শিক্ষার্থী, যাদের মাসিক বাজেট ১০০,১৫০,২০০,২৫০,৩০০টাকা তাদের জন্য সুবিধাজনক সাশ্রয়ী মিনিট, রেট এবং ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ থাকলে খুব সুবিধা হয়। এ ব্যাপারে মাননীয় মন্ত্রী,মোবাইল ফোন অপারেটরসমূহের দৃষ্টি আকর্ষণ করছি।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ