26 C
আবহাওয়া
৫:০৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ভ্যান উল্টে চালকের মৃত্যু

ভ্যান উল্টে চালকের মৃত্যু

ভ্যান উল্টে চালকের মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর গুলিস্তানের জিরোপয়েন্ট এলাকায় ভ্যান উল্টে জয়নাল আবেদীন সরদার (৪৫) নামে এক ভ্যানচালক মারা গেছেলন।  শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের  নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।

নিহত জয়নাল আবেদীন মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলায় হাসাইল গ্রামের সুবহান সরদারের ছেলে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

নিহতের বড় ভাই আয়নাল সরদার জানান, আমার ভাই ভ্যানে করে তেজগাঁও শিল্পাঞ্চল তিব্বতের কোহিনুর কেমিক্যালে মালামাল নামিয়ে খালি ভ্যান নিয়ে বাসায় ফিরছিলেন।  জিরোপয়েন্ট মোড় এলাকায় এসে ভ্যান উল্টে ওই ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক  হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ