23 C
আবহাওয়া
১০:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সজাগ আছে সরকার : অর্থ উপদেষ্টা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সজাগ আছে সরকার : অর্থ উপদেষ্টা


বিএনএ ডেস্ক : অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আমদানিসহ ব্যবসা বাণিজ্যের বিষয়ে আমরা যথেষ্ট সজাগ আছি। দ্রব্যমূল্যের বিষয়টি উৎপাদন ও সরবরাহের ওপর নির্ভর। উৎপাদন ভালো হলে সরবরাহ বাড়বে দ্রব্যমূল্য কমে আসবে। এটার সঙ্গে বাণিজ্যের সম্পর্ক আছে। এ রিলেটেড যত বিষয় রয়েছে সেগুলোর যাতে সহায়ক পরিবেশ থাকে সেই চেষ্টা করা হবে।

রোববার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালেহ উদ্দিন আহমেদ আরও  বলেন, আমরা আমদানির ওপর নির্ভরশীল। আমদানির যে মূল্যস্ফীতি সে বিষয়ে আমরা সজাগ আছি। যতটুকু সম্ভব আমাদের অত্যাবশ্যকীয় পণ্য আমদানি করতে হবে। যাতে বাজার, ভোক্তা ও সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ না পড়ে। আর এখন যে চাপটা রয়েছে সেটাও যাতে কমে আসে সেই চেষ্টা থাকবে।

বিএনএ/ওজি/ হাসনা


শিরোনাম বিএনএ