16 C
আবহাওয়া
৭:৫৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » পিয়া এখন সুপ্রিম কোর্টের আইনজীবী

পিয়া এখন সুপ্রিম কোর্টের আইনজীবী

পিয়া

বিনোদন ডেস্ক: উপস্থাপনা, মডেলিং ও অভিনয়ে পিয়া জান্নাতুল মেধার স্বাক্ষর রেখেছেন অনেক আগে। এবার মেধার প্রমাণ দিলেন সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন তিনি। সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে এই তারকা নিজেই জানিয়েছেন।

ফেসবুকে পিয়া লিখেছেন, ‘অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েছি। আইন পেশায় এই উপাধি যুক্ত করার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমার জীবন, চারপাশের মানুষ এবং আমার পোষা প্রাণী নিয়ে আমি সুখী।’

শোবিজে পিয়ার যাত্রা শুরু হয় র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। পরে ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করেন তিনি। তিনি চলচ্চিত্রে নাম লেখান রেদওয়ান রনি নির্মিত ‘চোরাবালিতে’ অভিনয়ের মাধ্যমে। চলতি বছরের জানুয়ারিতে তার অভিনীত সবশেষ ছবি ‘ছিটমহল’ মুক্তি পায়।

অভিনয়কে পেশা হিসেবে নিলেও ছোটবেলা থেকে পিয়া ব্যারিস্টার হওয়ার স্বপ্ন লালন করে আসছিলেন। সেই উদ্দেশ্য নিয়েই তিনি পড়াশোনা করেন লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজে। এবার দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে তার তালিকাভুক্তি যেন সেই স্বপ্নেরই সম্পূর্ণতা এনে দিল।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ