34.5 C
আবহাওয়া
৪:০২ অপরাহ্ণ - মে ১৩, ২০২৫
Bnanews24.com
Home » আফগানদের ব্যাটিং কোচের দায়িত্বে গুনাবর্ধনে

আফগানদের ব্যাটিং কোচের দায়িত্বে গুনাবর্ধনে

আফগানদের ব্যাটিং কোচের দায়িত্বে গুনাবর্ধনে

বিএনএ,স্পোর্টসডেস্ক : আসন্ন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আফগানিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন শ্রীলংকান আভিষ্কা গুনাবর্ধনে। বুধবার (১৮ আগস্ট)এক টুইটে এই বিষয়টি জানায় এসিবি। তিন ম্যাচের সিরিজটি হবে আগামী ১ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে শ্রীলঙ্কায়।

দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হিল্টন ডিওন অ্যাকারমানের জায়গায় আফগানদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন গুনাবর্ধনে।

২০১৭ সালের টি-টেন টুর্নামেন্টে গুনাবর্ধনে দুর্নীতি বিরোধী দুটি ধারা ভেঙেছিলেন বলে ২০১৯ সালের মে মাসে অভিযোগ তোলে আমিরাত ক্রিকেট বোর্ড। এরপরই  শ্রীলঙ্কা ক্রিকেট কোচিংয়ের দায়িত্ব হারান তিনি।

৬ টেস্ট ও ৬১ ওয়ানডে খেলেছেন শ্রীলঙ্কার হয়ে এই সাবেক ব্যাটসম্যান। টেস্টে তার নামের পাশে ১৮১ রান। ওয়ানডেতে এক সেঞ্চুরিসহ করেছেন ১৭০৮ রান।

শ্রীলঙ্কা জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। কাজ করেছেন লংকান ‘এ’ দল ও ইমার্জিং দলের কোচ হিসেবেও।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ