15 C
আবহাওয়া
৮:৪০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » দেবের প্রস্তাব হাতছাড়া করলেন না শ্রাবন্তী!

দেবের প্রস্তাব হাতছাড়া করলেন না শ্রাবন্তী!

শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: টলিউড অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। তার পরবর্তী সিনেমা ‘কিশমিশ’। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন রুক্মিনী মৈত্র। এরই মধ‌্যে যীশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত এ সিনেমার শুটিং শেষ করেছেন। এবার যোগ দিলেন টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ‌্যাটার্জি।

ভারতীয় একটি সংবাদমাধ‌্যম জানিয়েছে, মঙ্গলবার (১৭ আগস্ট) ‘কিশমিশ’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন শ্রাবন্তী। তবে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে তাকে। মূলত বন্ধু দেবের আবদার রাখতে এ সিনেমায় ক‌্যামিও চরিত্রে অভিনয় করছেন তিনি। শুধু শ্রাবন্তী নন, সিনেমাটিতে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যাবে অঙ্কুশ হাজরাকেও।

জানা যায়, রাহুল মুখার্জি পরিচালিত ‘কিশমিশ’ সিনেমায় তিনটি চরিত্রে দেখা যাবে দেবকে। গল্প রোমান্টিক-কমেডি ঘরানার হলেও চেনা ছকের বাইরে নির্মিত হচ্ছে এটি। টু-ডি অ্যানিমেশনের ব‌্যবহারও থাকবে সিনেমাটিতে। দেব-রুক্মিনি ছাড়াও এতে অভিনয় করছেন—খরাজ মুখার্জি, কমলেশ্বর মুখার্জি, অঞ্জনা বসু প্রমুখ। এটি প্রযোজনাও করছেন দেব।

‘খেলাঘর’ সিনেমায় দেখা যাবে দেব-শ্রাবন্তীকে। এটি পরিচালনা করছেন ‘সাঁঝবাতি’ খ‌্যাত পরিচালক জুটি শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়। খুব শিগগির এ সিনেমার শুটিং শুরু হবে। এর আগে দেব-শ্রাবন্তী জুটি বেঁধে অভিনয় করেন—‘দুজনে’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘বিন্দাস’, ‘বুনো হাঁস’-এর মতো চলচ্চিত্রে। এ জুটির অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শুধু তোমার জন‌্য’। ২০১৫ সালে মুক্তি পায় এটি।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত