18 C
আবহাওয়া
৪:৫২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » পোল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৫

পোল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৫


বিএনএ, ডেস্ক : পোল্যান্ডে  প্লেন বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে।স্থানীয় সময় সোমবার ওই দুর্ঘটনা ঘটে।   এছাড়া কমপক্ষে আরও সাতজন আহত হয়েছে।ওয়ারসয়ের কাছে একটি এয়ারফিল্ডের হ্যাঙ্গারে বিমানটি বিধ্বস্ত হয়।

পোলিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার শিকার প্লেনটি সেসনা ২০৮ মডেলের। দুর্ঘটনার একটি ছবিও সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পুলিশকে ফোন করা হয়।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে দমকল বাহিনীর মুখপাত্র মোনিকা নোয়াকোয়াস্কা ব্রিন্দা বলেন, খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর পরই সেখানে চারটি হেলিকপ্টার এবং ১০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ