18 C
আবহাওয়া
৪:৩৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » ক্রিমিয়ায় হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে : পুতিন

ক্রিমিয়ায় হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে : পুতিন

পশ্চিমের নিষেধাজ্ঞা ‘নির্বোধ’ আচরণ: পুতিন

বিএনএ, বিশ্বডেস্ক : ক্রিমিয়ার কার্চ সেতুতে ইউক্রেনের হামলার ‘পাল্টা জবাব’ দেওয়ার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনের এই সন্ত্রাসী হামলার জবাব কীভাবে দেওয়া যায় সে পরিকল্পনা চলছে।

সোমবার (১৭ জুলাই) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুতিন একথা বলেন।

পুতিন বলেন, গত রাতে (কার্চ) সেতুতে আরও একটি সন্ত্রাসী হামলা হয়েছে। অবশ্যই রাশিয়ার পক্ষ থেকে এর জবাব দেওয়া হবে।’

‘ইউক্রেনের এ হামলার জবাব কীভাবে দেওয়া সে প্রস্তাব তৈরি করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।’ যোগ করেন পুতিন।

রোববার দিবাগত রাতে কার্চ সেতুতে ইউক্রেনীয় বাহিনীর হামলায় এক দম্পতি নিহত ও তাঁদের মেয়ে আহত হয়েছেন। বিস্ফোরকভর্তি চালকবিহীন নৌযান ব্যবহার করে চালানো এ হামলার দায় স্বীকার করেছে কিয়েভ। এর আগেও এ সেতুতে একবার হামলা চালিয়েছিল কিয়েভ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ