18 C
আবহাওয়া
৫:০০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » ইউক্রেনের সাথে শস্য চুক্তি বাতিল করল রাশিয়া

ইউক্রেনের সাথে শস্য চুক্তি বাতিল করল রাশিয়া


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের সাথে শস্য চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আগের চুক্তির শর্ত পূরণ না হওয়া পর্যন্ত মস্কো এই চুক্তিতে ফিরবে না। সব পক্ষের দাবি মিটলে তাৎক্ষণিকভাবে মস্কো এই চুক্তিতে ফিরে আসবে।

সোমবার (১৭ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র বলেন, “আজই আগের চুক্তির মেয়াদ শেষ হয়েছে, তবে যত তাড়াতাড়ি রাশিয়ার শর্ত পূরণ হবে তত তাড়াতাড়ি মস্কো এই চুক্তিতে ফিরে আসবে। শস্য চুক্তি আপাতত স্থগিত করা হয়েছে।” পেসকভ বলেন, চুক্তির অন্য পক্ষগুলোর এই চুক্তির কিছু পয়েন্টের প্রতি এবং রাশিয়ার প্রতি সম্মান দেখাতে হবে।

চুক্তি স্থগিত করার ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, তুরস্ক, ইউক্রেন এবং জাতিসংঘকে চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ