25 C
আবহাওয়া
৩:২১ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » অসুস্থ কাউন্সিলর নুর হোসেনকে দেখতে গেলেন মিজানুর রহমান মজুমদার

অসুস্থ কাউন্সিলর নুর হোসেনকে দেখতে গেলেন মিজানুর রহমান মজুমদার


বিএনএ, ফেনী : ছাগলনাইয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র অসুস্থ মুন্সী নুর হোসেনকে দেখতে গেলেন ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, সুলতান আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান মজুমদার। শুক্রবার (১৬ জুন) দুপুরে কাউন্সিলর মুন্সী নুর হোসেনকে দেখতে তার পূর্ব ছাগলনাইয়া বাড়ীতে যান তিনি।

আ’ লীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান মজুমদার অসুস্থ মুন্সী নুর হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি এ জনপ্রতিনিধির রোগমুক্তি কামনা করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন, পূর্ব ছাগলনাইয়া ৯ নং আওয়ামী লীগের সভাপতি মুন্সি মীর হোসেন,সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি মাস্টার ইমাম হোসেন, সহ-সভাপতি মুন্সি আবুল কাসেম,সাধারণ সম্পাদক আমিনুল হক মজুমদার, সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম মিন্টু,  মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী ও গাজী জসিম উদ্দিন প্রমুখ।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ