20 C
আবহাওয়া
২:৫২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » লোহাগাড়ায় বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

লোহাগাড়ায় বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

দুর্ঘটনা

বিএনএ, লোহাগাড়া : চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় মারুফুল ইসলাম (২৪)নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুন) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুতটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মারুফুল ইসলাম (২৪) কক্সবাজারের বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন এবং ২০২০ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চট্টগ্রামগামী একটি বাস ওই কনস্টেবলের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু। দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে যান। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ