24 C
আবহাওয়া
১২:৪০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » যে কারণে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন মামুনুল হক

যে কারণে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন মামুনুল হক

যে কারণে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন মামুনুল হক

বিএনএ, ঢাকা: দীর্ঘদিন পর কারাগার থেকে মুক্তি পেয়ে ডিবি কার্যালয়ে এসেছিলেন হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হক। শনিবার (১৮ মে) বিকেলে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এসেছিলেন তিনি।

ডিবি সূত্র জানিয়েছে, মামুনুল হক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎ শেষে হারুন অর রশীদ বলেন, গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত মোবাইলসহ সঙ্গে থাকা সরঞ্জামাদি ফেরত পেতে তিনি (মামুনুল হক) ডিবি কার্যালয়ে এসেছিলেন।

ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, ডিবি প্রধান হারুনের সঙ্গে মামুনুলের বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। পরে তিনি গ্রেপ্তারের সময় সঙ্গে থাকা সরাঞ্জামাদি নিয়ে কার্যালয় ত্যাগ করেন।

এর আগে ৩ মে সকাল ১০টার দিকে কারাগার থেকে মুক্তি পান মামুনুল হক। ২০২১ সালের ১৮ এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
রাজধানীতে ট্রাকে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ---তথ্য উপদেষ্টা রাজধানীতে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান মন্ত্রিপরিষদ সচিবের ভাইয়ের নামে বরাদ্দকৃত বনভূমির বরাদ্দ বাতিল হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে প্রতিশ্রুতি ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ খসড়ার চূড়ান্ত অনুমোদন