27 C
আবহাওয়া
১০:৫৫ অপরাহ্ণ - জুলাই ১৬, ২০২৫
Bnanews24.com
Home » খুলশীতে কিশোর গ্যাং লিডার হেলাল চৌধুরীসহ গ্রেপ্তার ৭

খুলশীতে কিশোর গ্যাং লিডার হেলাল চৌধুরীসহ গ্রেপ্তার ৭


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার হেলাল বাদশা চৌধুরীসহ গ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি কার্তুজসহ ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি), মোবাইল, কিরিচ, এসএস পাইপ, ভিকটিমকে অপহরণে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (১৮ মে) সকালে ইস্পাহানী ১নং গেইট পাহাড়িকা পেট্রোল পাম্পের পিছন হতে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ।

ঘটনা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ মে বিকাল ৩টার দিকে খুলশী থানাধীন নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কিশোর গ্যাং লিডার হেলাল বাদশা চৌধুরীসহ অজ্ঞাত ১০-১৫ জন লোক হামলা করে ভিকটিম মো. আরিফ (১৫) কে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করেন। পরে পার্শ্ববর্তী বাটা গলিস্থ বাহার সাহেব এর খালি জায়গায় নিয়ে যায়। পরে এক লাখ টাকা চাঁদা দাবী করে।

এ সময় কিশোর গ্যাং এর সদস্যরা ভিকটিমের পকেটে থাকা বিভিন্ন মডেলের ৪টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। তখন মোবাইল দিতে না চাওয়ায় আসামিরা এসএস পাইপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে ভিকটিমকে গুরুতর জখম করেন। ভিকটিমের ভাই মো. রাকিব হোসেন (২০) ৯৯৯ কল করে বিষয়টি জানান।

খবর পেয়ে এস আই মো. নুরুল আবছারসহ খুলশী থানা পুলিশের একটি টিম বাকলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আব্দুর রহমান’কে অপহরণে ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেপ্তার করেন।

পরে ধৃত আসামীসহ আকবর শাহ্ থানাধীন ইস্পাহানী ১নং গেইট পাহাড়িকা পেট্রোল পাম্পের পিছনে অভিযান পরিচালনা করে ভিকটিম’কে উদ্ধারসহ ঘটনার মূল হোতা একাধিক মামলার আসামী কিশোর গ্যাং লিডার হেলাল বাদশা চৌধুরীসহ ঘটনায় জড়িত মো রাকিব হোসেন (২২), মো. কাউসার (২২), মো. মেহেরাজ সামি (২১), শেখ সাদি হাসান (২০), মো. সাগর হোসেন (২৭), সাইফুল ইসলাম শান্ত (২৬) সহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এ প্রসঙ্গে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন, ‘ধৃত আসামী কিশোর গ্যাং লিডার হেলাল বাদশা চৌধুরী’র দেওয়া তথ্য ও দেখানো মতে খুলশী থানাধীন বাটাগলিস্থ তাহের সাহেবের খালি প্লট হতে ২টি কার্তুজসহ ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার পূর্বক জব্দ করা হয়। মামলাটি তদন্তাধীন।

বিএনএনিউজ২৪ডটকম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ