25 C
আবহাওয়া
৫:৩৮ পূর্বাহ্ণ - মে ২৮, ২০২৩
Bnanews24.com
Home » কলেজ ছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ২
সব খবর সারাদেশ

কলেজ ছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ২


বিএনএ, সাভার: ঢাকার আশুলিয়ায় অপহরণের ১০ দিন পর ফারাবি আহমেদ হৃদয় (২২) নামের এক কলেজ শিক্ষার্থীর হাত-পা বাঁধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে র‌্যাব-৪। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে ৷

বৃহস্পতিবার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার মোজারমিলের স্টার্ন হাউজিং এলাকার একটি ডোবা থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফারাবি আহমেদ হৃদয় আশুলিয়ার জামগড়া এলাকার ফজলুল হক মিয়ার ছেলে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আটক ময়েজ হোসেন ওরফে পরান (২২) মানিকগঞ্জ জেলার ও মো. সুমন মিয়া ওরফে বাপ্পি (২৩) বগুড়া জেলার। তারা দুইজনেই নিহত হৃদয়ের প্রতিবেশী।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৪ জানায়, গ্রেফতার আসামী ও ঘটনার মূলহোতা পরান এবং ভুক্তভোগী হৃদয় একই এলাকার বাসিন্দা এবং পূর্ব পরিচিত হওয়ায় তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলো। হৃদয়ের বাবা স্থানীয় প্রভাবশালী ও আর্থিকভাবে স্বচ্ছল ব্যাক্তি। গ্রেফতার আসামী পরান ও তার সহযোগী মোঃ সুমন মিয়া বাপ্পি এবং অপর দুই জন পলাতক আসামী আকাশ এবং শাহীন আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে হৃদয়কে অপহরণ করে তার পরিবারের নিকট হতে মোটা অংকের টাকা আদায়ের পরিকল্পনা করে আসছিলো।

র‌্যাব আরও জানায়, পূর্ব পরিকল্পনামতে গত ৮ মে বিকেলে আসামীরা ভুক্তভোগীকে আড্ডা দেয়ার কথা বলে সুকৌশলে পলাতক আসামী আকাশের বাসায় নিয়ে যায়। পরবর্তীতে আসামীরা হৃদয়কে রশি দিয়ে বেঁধে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন হতে তার বাবার মোবাইলে ফোন করে মুক্তিপণ বাবদ ৫০ লক্ষ  টাকা দাবী করে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও মুক্তিপণের টাকা না পেয়ে আসামীরা সংঘবদ্ধভাবে হৃদয়ের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরবর্তীতে তার মুখে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে। তারপর সন্ধ্যায় ভিকটিমের মরদেহ বস্তা বন্দি করে সুকৌশলে ঘটনাস্থল হতে রিকশায় করে মোজারমেল এলাকায় একটি পরিত্যক্ত ডোবায় ফেলে দেয়। অতঃপর আসামীরা আত্মগোপনের উদ্দেশ্যে এলাকা ত্যাগ করে অন্যত্র চলে যায়।

র‌্যাব-৪ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমান জানান, র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহৃত ভিকটিম উদ্ধার ও আসামীদের গ্রেফতারের উদ্দেশ্যে আশুলিয়া থানাধীন এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। অপহৃতের  মরদেহ উদ্ধারপূর্বক উক্ত অপহরণ ও হত্যার সাথে জড়িত পরান ও বাপ্পিকে গ্রেফতার করতে সমর্থ হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামীরা তাদের কৃত অপরাধের কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএ/ ইমরান খান,ওজি

Total Viewed and Shared : 196 


শিরোনাম বিএনএ
ধামরাইয়ে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রিন্সিপাল আটক  এক যুগ পর গ্রেপ্তার স্বামী হত্যার দায়ে সাজাপ্রাপ্ত স্ত্রী  চকরিয়ায় গৃহকর্মী হত্যা মামলার আসামি গ্রেপ্তার বন্য হাতির আক্রমণে সব হারিয়ে নিঃস্ব তারা বশেমুরবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৭ শতাংশ মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু চবি'র 'ডি' ইউনিটের ফল প্রকাশ ধামরাইয়ে ৩৫হাজার দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান পাখি শিকার করতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু মানুষের দুঃখ-দুর্দশা ও সংগ্রামই ছিল জয়নুল আবেদিনের চিত্রকর্মের মূল উপজীব্য-রাষ্ট্রপতি