33 C
আবহাওয়া
৭:১২ অপরাহ্ণ - মে ২৮, ২০২৩
Bnanews24.com
Home » সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
চাঁদপুর বিশ্ব সব খবর সারাদেশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

বিএনএ, ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাহ আলম মিলন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (১৭ মে) সকাল ১০টার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের আল কাছিম হাইওয়ে রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম মিলন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল গাজী বাড়ির মৃত জাকির হোসেনের ছেলে।

নিহতের মামা স্বজন শওকত করিম জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (১৮ মে) সৌদি আরবেই শাহ আলম মিলনের জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

জানা গেছে, ২০১৬ সালে সৌদি আরবে পাড়ি জমান শাহ আলম মিলন। সৌদি সময় বুধবার সকাল ১০টার দিকে রিয়াদের আল কাছিম হাইওয়ে রোডে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু তাহের পাটওয়ারী বলেন, সড়ক দুর্ঘটনায় মিলনের মৃত্যুতে মিলনের গ্রামের বাড়ি পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল গাজী বাড়িতে শোকের মাতম চলছে। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে মুহ্যমান মা নুরজাহান বেগম।

বিএনএনিউজ/বিএম

Total Viewed and Shared : 177 


শিরোনাম বিএনএ