21 C
আবহাওয়া
৯:১৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ‘ঢাকা ওয়াসাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন তাকসিম’

‘ঢাকা ওয়াসাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন তাকসিম’

ওয়াসা

বিএনএ ডেস্ক: ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান রাষ্ট্রীয় এই সংস্থাটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন বলে অভিযোগ তুলেছেন ওয়াসা চেয়ারম্যান গোলাম মোস্তফা।

বুধবার (১৭ মে) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে দেয়া লিখিত অভিযোগে গোলাম মোস্তফা আরও অভিযোগ করেছেন, বোর্ডকে পাশ কাটিয়ে স্বৈরাচারী কায়দায় ওয়াসা পরিচালনা করছেন তাকসিম এ খান।

তাকসিম এ খানের বিরুদ্ধে আরও কিছু অভিযোগের কথা উল্লেখ করে এসব বিষয়ে সচিবের কাছ থেকে নির্দেশনা চান ওয়াসা চেয়ারম্যান।

ওয়াসা চেয়ারম্যানের বিরুদ্ধে টিভি টকশোতে ‘ওয়াসার ভাবমূর্তি ক্ষুণ্ন’ করার অভিযোগ তুলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৫ দিন আগে এলজিআরডি মন্ত্রণালয়কে চিঠি দেয় ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের কর্মচারীদের ৩টি অ্যাসোসিয়েশন।

লিখিত অভিযোগে ওয়াসা চেয়ারম্যান বলেন, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৮৬ এর ধারা ১১ (১) মতে, প্রতি দুই মাসে অন্তত একবার বোর্ডসভা করার বাধ্যবাধকতা রয়েছে। ধারা ১১ (২) এ বলা আছে ‘বোর্ডের সভা চেয়ারম্যান অথবা তার অবর্তমানে ভাইস চেয়ারম্যান কর্তৃক আহূত হবে। ধারা ১১(৯)এ বলা আছে, ব্যবস্থাপনা পরিচালক বোর্ডের যেকোনো সভায় যোগদান করতে পারবেন, কিন্তু কোনো ভোট দিতে পারবেন না।’

অভিযোগে ওয়াসা চেয়ারম্যান আরও বলেন, ‘৩০২তম বোর্ড সভা হয়েছিল গত ১৫ মার্চ। গত ১৬ এপ্রিল এমডির অনুরোধে তার চাওয়া এজেন্ডা অনুযায়ী ৩০৩তম বোর্ডসভা আহ্বান করেছিলাম। কিন্তু ওই দিন সভার একটু আগে প্রধানমন্ত্রীর সাথে তার সাক্ষাতের সূচি আছে বলে তিনি বোর্ড সভা স্থগিতের অনুরোধ জানান। ফলে সভা করা সম্ভব হয়নি। এরপর তিনি দেশের বাইরে জার্মানি যান। যাওয়ার আগে আমাকে ফোন করলে বলেছিলাম, স্থগিতকৃত ৩০৩তম সভা দেশে ফেরার পরে ১৪ থেকে ১৮ মে সুবিধামতো যেকোনো দিনে করতে হবে। এরপর আমাকে কানাডা অবস্থানরত আমার মেয়ের কাছে তার বিশেষ প্রয়োজনে যেতে হবে।’’

‘‘এ দিকে এমডির বিদেশে অবস্থানকালীন আমি ঢাকা ওয়াসার বর্তমান পরিস্থিতি নিয়ে একাত্তর টিভিতে খোলামেলা বক্তব্য রাখি। সেখানে আমি যা বলেছি, সব সত্য বলেছি এবং ঢাকা ওয়াসাকে বাঁচাতে এসব কথা বলার প্রয়োজন আছে। এরপর এমডি সাহেব বিদেশে অবস্থান করে ওয়াসার বিভিন্ন কর্মকর্তার ওপর চাপ সৃষ্টি করে আমার বিরুদ্ধে মানববন্ধন, জোরপূর্বক চেয়ারম্যানের পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়া ইত্যাদি করতে ব্যর্থ হয়ে সবশেষে মেয়াদোত্তীর্ণ অবৈধ (এমডি কর্তৃক মনোনীত) বিভিন্ন সমিতিকে দিয়ে মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করান।’’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ