16 C
আবহাওয়া
১০:১৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » কাপ্তাই হ্রদে ৩ মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা

কাপ্তাই হ্রদে ৩ মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা


বিএনএ, রাঙামাটি : বছর ঘুরে রাঙামাটির কাপ্তাই হ্রদে আগামী ২৫ এপ্রিল থেকে ২৪ জুলাই পর্যন্ত তিন মাস মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠকে মাছের প্রজনন ও বংশ বৃদ্ধিসহ জীববৈচিত্র্য রক্ষায় এ সিন্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, বর্তমানে কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় মাছের প্রজনন ও বংশ বৃদ্ধিসহ জীববৈচিত্র্য রক্ষায় এ সিন্ধান্ত নেওয়া হয়। কেননা, পানি কমে গেলে ছোট মাছ ধরা পড়ে এবং পরবর্তীতে মাছের স্বল্পতা দেখা দেয়। নিষেধাজ্ঞা চালাকালীন হ্রদের মাছ  বাজারজাতকরণ বন্ধ থাকবে।

বৈঠকে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙামাটি নদী উপকেন্দ্রের প্রধান ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো, ইশতিয়াক হায়দার, মৎস্য ব্যবসায়ী উদয়ন বড়ুয়াসহ অন্যান্য মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ