বিএনএ, মিরসরাই : চট্টগ্রামের মিরসরাইয়ে তৌহিদুল ইসলাম খোকন (৩০) নামে এক পিকআপ চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল ২৪) সকালে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের খান সিটি সেন্টার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তৌহিদুল ইসলাম খোকন উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামের মৃত হাসেম ড্রাইভারের ছেলে।
নিহতের স্ত্রী সানজিদা আক্তার বলেন, বুধবার রাতে একই এলাকার শাহাজাহান মেম্বার বাড়িতে বন্ধুর বোনের গায়ে হলুদে যান খোকন। রাতে গায়ে হলুদে গিয়ে আর ফেরেননি। সকালে রেললাইনে মরদেহ পাওয়া গেছে।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা যাচ্ছে তাকে খুন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম /এইচমুন্নী