বিএনএ ডেস্ক, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সোমবার (১৮ এপ্রিল) ইসির চতুর্থ দফা সংলাপ অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় নির্বাচন ভবনের সভাকক্ষে এ সংলাপ হবে।
এতে অংশ নেবেন ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকেরা। সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অংশীজনদের মতামত নিতেই এই সংলাপের আয়োজন। এর আগে তিন দফা সংলাপ শেষ করেছে ইসি।
ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান বলেন, আজ বেলা ১১টায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে সংলাপটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করবেন। এছাড়া অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
জানা যায়, আজকের সংলাপে মোট ৩০ জন জ্যেষ্ঠ সাংবাদিকের উপস্থিত থাকার কথা রয়েছে। এর আগে, প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে গত ৬ এপ্রিল সংলাপে বসেছিল ইসি।
বিএনএনিউজ২৪/ এমএইচ