26 C
আবহাওয়া
১:৪৬ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ভারতে আবারো কোভিড হাসপাতালে আগুনে ৪রোগীর মৃত্যু

ভারতে আবারো কোভিড হাসপাতালে আগুনে ৪রোগীর মৃত্যু

ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের একটি কোভিড হাসপাতাল। শনিবার সসন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে

বিএনএ বিশ্ব ডেস্ক: ভারতে আবারো কোভিড হাসপাতালে আগুনে ৪রোগীর মৃত্যু ঘটেছে। শনিবার(১৭এপ্রিল) সন্ধ্যায় ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে।সেই সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোট ৫০ জন করোনা সংক্রমিত রোগী।

ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়, দমকল কর্মীরা দ্রুত তাঁদের উদ্ধার করে পাশের হাসপাতালে স্থানান্তরিত করেন। তবে তাঁর আগেই ৪ জন রোগী মারা যায়। আরও বেশ কয়েকজন রোগী গুরুতর অসুস্থ হয়ে পাশের হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। যদিও আগুন লাগার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, শট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে।

মুম্বইয়ের শপিংমলের ভিতরে করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত প্রাণ হারিয়েছিলেন ১০ জন৷ মার্চ মাসের সেই ঘটনার স্মৃতি উসকে দিয়ে ফের একমাসের মধ্যে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারালেন ৪ জন।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ