33 C
আবহাওয়া
৫:১৯ অপরাহ্ণ - মার্চ ১৮, ২০২৫
Bnanews24.com
Home » নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে ইসির জারিকৃত গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে ইসির জারিকৃত গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে ইসির জারিকৃত গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত

বিএনএ,চট্টগ্রাম: নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) জারিকৃত গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ মার্চ) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটটি দাখিল করার পর, আইনজীবী হাসনাত কাইয়ুম সাংবাদিকদের জানান, ইসির গণবিজ্ঞপ্তির কয়েকটি শর্ত চ্যালেঞ্জ করেছেন। এর মধ্যে অন্যতম বিষয় হলো, রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ইসির আইন অনুযায়ী, কমপক্ষে ১০০টি উপজেলা এবং ২২টি জেলার মধ্যে দলের কমিটি থাকতে হবে। তবে, পাহাড়ি অঞ্চলে ৩টি জেলার মধ্যে শুধুমাত্র ২০টি উপজেলা রয়েছে, ফলে সেখানে বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠী রাজনৈতিক দল গঠন করতে পারবে না, এমনকি আঞ্চলিক দল গঠনেও বাধা সৃষ্টি হবে। ২০১১ সালে গণপ্রতিনিধিত্ব আদেশে ওই শর্ত যুক্ত করা হয়। এছাড়া, রিটে আরও কিছু বিষয় উল্লেখ করে এই গণবিজ্ঞপ্তি বাতিল করার দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১০ মার্চ নির্বাচনী কমিশন নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে, যেখানে আগামী ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোকে আবেদন করার আহ্বান জানানো হয়।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ