33 C
আবহাওয়া
৫:১৯ অপরাহ্ণ - মার্চ ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ইফতার পার্টি থেকে ভুয়া গোয়েন্দা গ্রেপ্তার

ইফতার পার্টি থেকে ভুয়া গোয়েন্দা গ্রেপ্তার

ইফতার পার্টিতে ভুয়া গোয়েন্দা গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম:  চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে চম্পক বড়ুয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রতারণা করে তিনি একটি ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা হাতিয়েছেন। ভুক্তভোগী এ ঘটনায় একটি মামলাও করেছেন।

গত রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চম্পক বড়ুয়া রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি ইউনিয়নের মৃত বঙ্গিম চন্দ্র বড়ুয়ার বাড়ির আলোকেন্দু বড়ুয়ার ছেলে। তিনি বর্তমানে চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার ফরিদা পাড়া এলাকায় থাকেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় পপুলার ডায়াগনিস্টিক সেন্টারের ম্যানেজার ও মামলার বাদী ওয়ালী আশরাফ খানের সঙ্গে চম্পক বড়ুয়ার পরিচয় হয়। সেসময় চম্পক বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন বলে পরিচয় দেয় এবং বর্তমানে প্রেষণে ডিজিএফআইয়ে কর্মরত আছে বলে জানান। পরে চম্পকের সাথে বাদীর সুসম্পর্ক গড়ে ওঠে। পরে ১৩ ফেব্রুয়ারি রাতে অপারেশনে যেতে জরুরি টাকা দরকার বলে বাদীর কাছ থেকে নগদ ১৮ হাজার টাকা নিয়ে যায় চম্পক। একইভাবে আবারও অপারেশন, স্ত্রীর অসুস্থতা সহ নানা অযুহাতে গত ৬ মার্চ পর্যন্ত কয়েকদফায় আরও ৭২ হাজার টাকা নেয় সে।

গত ১২ মার্চ সন্ধ্যায় চম্পক বড়ুয়া কুশল বিনিময়ের জন্যে পপুলার ডায়গনিস্টিক সেন্টারের নীচতলায় যায়। ওইসময় একজন নিয়মিত রোগী তাকে দেখে বাদীকে সতর্ক করে। এরপর খোঁজখবর নিয়ে বাদী জানতে পারেন চম্পক বড়ুয়া নামে গোয়েন্দা সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা নেই। পরে (রোববার) সন্ধ্যায় ডায়াগনস্টিক সেন্টারে চম্পক বড়ুয়া ইফতারের দাওয়াত খেতে গেলে তাকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে একটি ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারের কাছ থেকে টাকা হাতানোর অভিযোগে চম্পক বড়ুয়া নামের এক ব্যক্তিকে গতকাল আমাদের কাছে সোপর্দ করা হয়েছে। তিনি কোনো গোয়েন্দা সংস্থার কেউ নন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ