31 C
আবহাওয়া
২:০৪ অপরাহ্ণ - মার্চ ১৮, ২০২৫
Bnanews24.com
Home » আইনজীবী আলিফ হত্যা: দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আইনজীবী আলিফ হত্যা: দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আইনজীবী আলিফ হত্যা: দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় কারাগারে থাকা দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ আদেশ দেন। তারা হলেন আলিফ হত্যা মামলার অন্যতম আসামি চন্দন দাশ ও রাজিব ভট্টাচার্য্য।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, চিন্ময়কাণ্ডে সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান। তিনি আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দেন। শুনানির সময় চন্দন ও রাজিবকে আদালতে হাজির করা হয়।

আদালত সূত্র জানায়, চন্দন দাশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের মামলায় তার জবানবন্দিতে শিবা নামে একজনের নাম উল্লেখ করেছিলেন। আর রাজীব ভট্টাচার্য্য জবানবন্দিতে ওমবাই নামে আরেকজনের নাম জানান। শিবা ও ওমবাইয়ের বিস্তারিত তথ্য জানতে তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান। এজন্য তিনি আদালতে আবেদন জানিয়েছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে দু’জনকে আদালতে হাজির করে শুনানি করা হয়। শুনানির পর আদালত অনুমতি দিয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর সকাল ১১টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে জামিন নামঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন আদালত। এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে তার অনুসারীরা মিছিল করে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় পুরো আদালত অঙ্গনে ছড়িয়ে পড়ে সহিংসতা। ওই দিন বিকালে কোতোয়ালি থানার পেছনের সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যা মামলার অন্যতম আসামি চন্দন দাশ ও রাজিব ভট্টাচার্য্য।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
আনোয়ারায় শপিংমল ব্যবসায়ীদের সাথে থানা পুলিশের মতবিনিময় গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের দাবি পটিয়ায় ৪ ডাকাতকে ধরে পুলিশে দিল জনতা টেকসই সংস্কার সাধনে জাতীয় ঐকমত্য গড়ে তোলা হচ্ছে: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা চালাছে ইসরায়েল নবনির্মিত যমুনা রেলসেতু দিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলবে আজ আইনজীবী আলিফ হত্যা: দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানাল অন্তর্বর্তী সরকার আনোয়ারায় মাদক ব্যবসায়ী যুবলীগ ক্যাডারের ছুরিকাঘাতে যুবক খুন জুলাই অভ্যুত্থানে হামলায় অভিযুক্ত ঢাবির ১২৮ শিক্ষার্থীকে বহিষ্কার