ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর ২০২২ সালের বর্ষসেরা টেস্ট বোলিং ফিগারের পুরস্কারটি পেয়েছেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। ওয়ানডেতে সেরা ব্যাটিং পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।
গেল বছরের শুরুতেই মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের নজির গড়ে বাংলাদেশ। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে ৮ উইকেটে টেস্ট জয়ে বড় ভূমিকা রাখেন পেসার এবাদত। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ২১ ওভারে ৬ মেডেনে ৪৬ রানে ৬ উইকেট তুলে নেন এবাদত। যার সুবাদে ১৬৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। মাত্র ৪০ রানের টার্গেট সহজেই স্পর্শ করে জয় তুলে নেয় বাংলাদেশ।
এবাদতের এই বোলিং ফিগার গেল বছরের বর্ষসেরা টেস্ট বোলিং পারফরমেন্স হিসেবে নির্বাচিত করেছে ইএসপিএনক্রিকইনফো।
গত ডিসেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে ৬৯ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর আট নম্বরে ব্যাট হাতে নেমে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন মিরাজ। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নিতে ৮৩ বল খেলে ৮টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচটি ৫ রানে জিতে ভারতের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছিলো বাংলাদেশ।
ওয়ানডেতে মিরাজের এই ইনিংসটি গেল বছরের সেরা ব্যাটিং পারফরমেন্স নির্বাচিত করেছে ইএসপিএনক্রিকইনফো।বাসস
বিএনএনিউজ২৪,জিএন