20 C
আবহাওয়া
১০:৩৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ফ্রি হেলথ ক্যাম্প আ‌য়োজন ক‌রছে ইন্দোমেড হাব বাংলাদেশ

ফ্রি হেলথ ক্যাম্প আ‌য়োজন ক‌রছে ইন্দোমেড হাব বাংলাদেশ

ফ্রি হেলথ ক্যাম্প আ‌য়োজন ক‌রছে ইন্দোমেড হাব বাংলাদেশ

বিএনএ, চট্টগ্রাম : ভারতের ম্যারেঙ্গো হাসপাতালের প্রচেষ্টায় ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করছে ইন্দোমেড হাব বাংলাদেশ। রোববার (১৯ মার্চ) সকা‌লে এ উপলক্ষ্যে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ের সিউরসেল মেডিকেল (বিডি) লিমিটেডে হেলথ ক‌্যাম্প সম্প‌র্কে বিস্তা‌রিত জানা‌তে সাংবা‌দিক স‌ম্মেল‌নের আ‌য়োজন করা হ‌য়ে‌ছে।

সম্মেলনে উপস্থিত থাকবেন ইন্দোমেড হাব ভারতের কর্ণধার বাদল কুমার, ইন্দোমেড হাব বাংলাদেশের কর্ণধার অমিত কানসাল ও নাজমুন আহমেদ চৌধুরী।

এছাড়াও ম্যারেঙ্গো এশিয়া হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তা মিসেস রেনু তিয়াগী, গুজরাটের সিআইএমএস হাসপাতা‌লের বি.মাভানি-নেফ্রোলজি এবং কিডনি প্রতিস্থাপন বিভা‌গের ডাঃ সিদ্ধার্থ, অনকোসার্জন কনসালট্যান্ট ডাঃ নিতিন সিংহল উপস্থিত থাকবেন।

বিএনএ/ বাচ্চু বড়ুয়া, বিএম

Loading


শিরোনাম বিএনএ