বিএনএ, চট্টগ্রাম : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন,সব দলের অংশগ্রহণে নির্বাচন চাই।আমরা আশা করি আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে। নির্বাচন অংশগ্রহণমূলক হলে সবাই আনন্দিত হবে।
শুক্রবার(১৮ মার্চ) বিকেল চারটায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি।
ইভিএমের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইভিএম আমরা এখনো বুঝে উঠিনি। বিষয়টি নিয়ে আমরা পরে কথা বলবো।
এসময় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চারদিনের সফরে তিনি শনিবার সকালে নিজের জন্মস্থান দ্বীপ উপজেলা সন্দ্বীপ যাবেন। রোববার সকাল ১১টায় সন্দ্বীপ উপজেলায় স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। সোমবার সকালে চট্টগ্রাম ফিরে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।
বিএনএ/ ওজি