26 C
আবহাওয়া
৪:৩৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » রংপুরে যাত্রীবাহী বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রংপুরে যাত্রীবাহী বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রংপুরে যাত্রীবাহী বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

বিএনএ, রংপুর: রংপুরের মিঠাপুকুরে  বাসের সাথে ট্রাকের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।  আহত হয়েছেন বাসের আরও ৫ যাত্রী।শুক্রবার(১৮ মার্চ)  সকাল পৌনে ১০টার দিকে শঠিবাড়ি ভাবনা পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহাজাহান আলী।

তিনি জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে মায়ের দোয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের দিকে আসছিলো। এ সময় রংপুর থেকে একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্চিলো। রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকার ভাবনা পেট্রোল পাম্পের কাছে বাসের সাথে ওই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে নিহত হয় বাসের দুই যাত্রী। আহত হয় আরও ৫ জন।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে বড়দরগা পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ