26 C
আবহাওয়া
৪:৩৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সভাপতি পদে এগিয়ে মোমতাজ উদ্দিন

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সভাপতি পদে এগিয়ে মোমতাজ উদ্দিন


বিএনএ, ঢাকা : সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির (বার) নির্বাচনে সভাপতি পদে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির। অপরদিকে সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলে জানিয়েছেন নির্বাচনের ভোট গণনায় সংশ্লিষ্ট আইনজীবীরা। ভোট গণনা চলছে।

মো. মোমতাজ উদ্দিন ফকির বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) থেকে প্রার্থী হয়েছেন।

এর মধ্যে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) থেকে ১০ ভোটে এগিয়ে আছেন অ্যাডভোকেট মো. আবদুন নুর দুলাল ।

এর আগে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এই সংগঠনের ২০২২-২৩ কার্যকরী কমিটির নির্বাচন শুরু হয়। দুইদিন ধরে চলে ভোটগ্রহণ।

এবার আট হাজার ৬২৩ জনের মধ্যে ভোট দিয়েছেন পাঁচ হাজার ৯৯১ জন আইনজীবী।

এর মধ্যে বুধবার (১৬ মার্চ) তিন হাজার ৩০০ আইনজীবী তাদের ভোট দেন। এর আগে প্রথম দিন মঙ্গলবার (১৫ মার্চ) দুই হাজার ৮১৭ জন আইনজীবী দেন ভোট।

আইনজীবী সমিতি ভাবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে স্থাপিত ভোট কেন্দ্রের ৫১টি বুথে ভোটগ্রহণ হয়। এরপর নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর থেকে শুরু হয় ভোট গণনা। যা এখনো চলছে। ভোট গণনা শেষে রাতেই ফল ঘোষণা করা হতে পারে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ