26 C
আবহাওয়া
৭:৫১ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ঢামেকে অগ্নিকাণ্ড : মৃতের সংখ্যা বাড়ল

ঢামেকে অগ্নিকাণ্ড : মৃতের সংখ্যা বাড়ল

ঢামেকে অগ্নিকাণ্ড : মৃতের সংখ্যা বাড়ল

বিএনএ, ঢাকা : ঢাকা মেডিক্যালের নতুন ভবনের করোনা ইউনিটে আগুনের ঘটনায় মোমেনা (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। ঢামেকের পুরাতন বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে আগুনের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে।

বৃহস্পতিবার (১৮ মার্চ)  পুরাতন বার্ন (বর্তমানে করোনা ইউনিট) ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. আ ফ ম আরিফুল ইসলাম নবীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর ৮ রোগীকে বার্ন ইউনিটের আইসিইউতে আনা হয়। বিকেলে আরও ২ জনকে নেওয়া হয়। সেখানে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন মোমেনার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় আরও ৬ জন আইসিইউতে ও ৩ জন এইচডিইউতে ভর্তি রয়েছেন।

গত বুধবার  ঢামেকের করোনা ইউনিটে আগুন লাগে।

এতে সেদিনই তিনজনের মৃত্যু হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ