16 C
আবহাওয়া
১১:২৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রাঙামাটিতে বোটের ইঞ্জিনে হিজাব পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটিতে বোটের ইঞ্জিনে হিজাব পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু


বিএনএ, রাঙ্গামাটি : রাঙামাটির লংগদুতে বোটের ইঞ্জিনে হিজাব পেঁচিয়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সদর ইউনিয়নের ঝরণাটিলা এলাকায় কাপ্তাই হ্রদে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

নিহত ইকরা (৮) দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। সে লংগদু সদর ইউনিয়নের প্রবাসী নুর মোহাম্মদের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালে ইকরা মক্তবে যাচ্ছিলেন। মাঝপথে বোটের ইঞ্জিনের সাথে হিজাব পেঁচিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে হিজাব কেটে  হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল গিয়ে তদন্ত করেছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ