15 C
আবহাওয়া
১১:২৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » সরকার মদ হালাল করার চেষ্টা করছে : মুফতি ফয়জুল করীম

সরকার মদ হালাল করার চেষ্টা করছে : মুফতি ফয়জুল করীম


বিএনএ ডেস্ক, ঢাকা: ইসলাম মদ হারাম করেছে। বঙ্গবন্ধুও দেশে মদ নিষিদ্ধ করেছিলেন। আর তারই দল ক্ষমতায় বসে মদ হালাল করার চেষ্টা করছে। এমন অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ করেন তিনি। বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন, তাদেরও উচিত রাস্তায় নামা, মদ নিষিদ্ধের দাবিতে সোচ্চার থাকা।

ভারতে হিজাব নিষিদ্ধকরণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মদ পান ও বিক্রয় সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে দলটি। মিছিল পূর্ব সমাবেশ মুফতি ফয়জুল করীম আরও বলেন, ‘বাংলাদেশে এখন বয়স ২১ হলেই মদ খাওয়ার লাইসেন্স দেওয়া হচ্ছে।

বলেন, বঙ্গবন্ধু ৭২-এর সংবিধানে যেখানে মদ নিষিদ্ধ করেছিলেন, সেখানে সরকার নতুন করে যুবকদের মদ খাওয়ার লাইসেন্স দিচ্ছে। যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন ইসলামী আন্দোলনে এ নেতা।

অভিযোগ করে বলেন, চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম আকশচুম্বি। মধ্যবিত্ত লোকজনও লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনছে। সেদিকে সরকারের ভ্রুক্ষেপ নাই।

ফয়জুল করীম বলেন, সারাবিশ্বে জ্বালানী তেলের দাম যখন কমে, বাংলাদেশে তখন বাড়ে। এ এক আজব দেশ, আজব সরকার। এখানে কোনো কিছুর দাম একবার বাড়লে আর কমে না।

বিক্ষোভ সমাবেশ শেষে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে কাকরাইল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ