34 C
আবহাওয়া
২:০১ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠান পরিচালনায় জিপিএইচকে জরিমানা

ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠান পরিচালনায় জিপিএইচকে জরিমানা

ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠান পরিচালনায় জিপিএইচকে জরিমানা

বিএনএ,চট্টগ্রাম: পরিবেশের ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠান পরিচালনার দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ অক্সিজেন প্ল্যান্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে বায়ু দূষণের অপরাধে ষ্ট্যান্ডার্ড লুব অয়েল লিমিটেডকে চার লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

মোহাম্মদ নূরুল্লাহ নূরী জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে বায়ুদূষণের দায়ে ও ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠান পরিচালনার অপরাধে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকার স্ট্যান্ডার্ড লুব অয়েল লিমিটেড ও জিপিএইচ অক্সিজেন প্ল্যান্টকে জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ