বিএনএ, ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নামে বর্তমানে জাতীয় পর্যায়ে ক্রিকেট ও ফুটবলের যে দুটি লিগ খেলা চালু আছে। সেখানে শুধুমাত্র ছেলেদের খেলার সুযোগ থাকে। তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশেষ চমক আনবে বিপিএলে। প্রথমবারের মতো মেয়েদের জন্যও বিপিএল ক্রিকেট আয়োজন করতে যাচ্ছে দেশের ক্রিকেটের সবোর্চ্চ নিয়ন্ত্রক এ সংস্থা।
সূত্র জানায়, পুরুষদের চলমান বিপিএল শেষেই নারীদের বিপিএলের প্রথম আসর আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। চট্টগ্রামে আজ প্রথম ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথার বলার একপর্যায়ে নানা বাস্তবতা বিবেচনায় তিনটি দল নিয়ে প্রথম আসর আয়োজন করা হবে বলে জানান তিনি। টুর্নামেন্টের নাম হবে উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল)।
নাজমুল আবেদীন ফাহিম বলেন, বোর্ড কিছুদিন ধরেই ভাবছিল, আমরা নারীদের ক্রিকেটকে আর কী কী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। বিষয়টাকে মাথায় রেখে নারীদের জন্য একটা বিপিএল করা যায় কি না, সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল। আজ সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব।’
তবে সেখানে প্রশ্ন আসে কেন মোটে তিনটা দল! উত্তরে মানসম্মত নারী ক্রিকেটারের অপ্রতুলতা সামনে আসে। ‘চারজন বিদেশি খেলোয়াড় যদি আমরা অন্তর্ভুক্ত করতে চাই, সে ক্ষেত্রে দলগুলোর ওপর যে আর্থিক চাপ পড়বে তা এই মুহূর্তে দলগুলো নিতে চাচ্ছে না। আর আমাদের নিজস্ব খেলোয়াড়দের এক্সপোজার দেয়ার যে সুযোগটা সেটা আমরা দিতে চাই। সে জন্য আমরা চারটা দল না করে তিনটা দল করেছি, যেন ভালো কম্পিটিশন হয়।
বিএনএনিউজ / আরএস