বিএনএ, ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ নাতি বাবুল কাজী ‘গ্যাস লাইটার বিস্ফোরণে’ দগ্ধ হয়েছেন। শনিবার সকাল পৌনে ৭টায় আশঙ্কজনক অবস্থায় তাঁকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন।
শনিবার ভোরে বনানীর বাসায় বাথরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।
সূত্র জানায়, দগ্ধ অবস্থায় বাবুল কাজীকে উদ্ধার করে পৌনে ৭টার দিকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে ভর্তি করেন ।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান,বনানী এলাকায় থেকে আমাদের এখানে বাবুল কাজীকে আনা হয় তার শরীরে ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে ভর্তি করা হয়েছে।তার অবস্থা আশংকা জনক এই বিষয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে।
প্রসঙ্গত, ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নেওয়া কাজী নজরুল ইসলাম। ২৫ বছর বয়সে কলকাতায় প্রমীলা দেবীকে বিয়ে করেন। তাদের ঘরে চার ছেলে সন্তানের জন্ম হয়, যাদের মধ্যে অন্যতম কাজী সব্যসাচী। আবৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর তিন সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী। বাবুল কাজীর বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী; তারা সবাই বাংলাদেশের নাগরিক।
বিএনএনিউজ / আজিজুল/ আরএস