18 C
আবহাওয়া
৭:৪৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ইরানে পাকিস্তানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

ইরানে পাকিস্তানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

ইরান-পাকিস্তান

বিশ্ব ডেস্ক: পাকিস্তান তেহরানের হামলার প্রতিক্রিয়ায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে, এই হামলায় তিন নারী ও চার শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার(১৮ জানুয়ারি ২০২৪) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আজ সকালে পাকিস্তান ইরানের সিস্তান-ও-বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী আস্তানাগুলির লক্ষ্যবস্তুতে নিখুঁত সামরিক হামলা চালিয়েছে।”

পাকিস্তানের দাবি, তারা সীমান্তবর্তী সিসতান-ও-বেলুচিস্তান অঞ্চলে ‘জঙ্গিদের গোপন আস্তানায়’ হামলা চালিয়েছে।

বুধবার রাতে ইরানের গণমাধ্যমে জানানো হয়, পাকিস্তান-ইরান সীমান্তের কাছে অবস্থিত সারাভান শহরের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এরআগে গত মঙ্গলবার ইরানের হামলায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের এক গ্রামে দুই শিশু নিহত হলে দেশটি ‘কড়া ভাষায়’ প্রতিবাদ ও  নিন্দা জানিয়েছিল।

ইরান জানায়, তারা পাকিস্তান-ভিত্তিক একটি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে এই হামলা চালায়। তবে পাকিস্তানের দাবি, এতে বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

পাকিস্তান আরও জানায়, সারমাচার নামে পরিচিত জঙ্গিদের বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করেছে।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘সব ধরনের হুমকির বিরুদ্ধে পাকিস্তানকে রক্ষা করার উদ্যোগের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে’।

গত বেশ কয়েক বছর ধরে ইরানের সাথে আমাদের কর্মকাণ্ডে, পাকিস্তান ক্রমাগতভাবে ইরানের অভ্যন্তরে অনিয়ন্ত্রিত স্থানগুলিতে নিজেদেরকে “সরমাচার” বলে অভিহিত করে পাকিস্তানি বংশোদ্ভূত সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় এবং অভয়ারণ্যের বিষয়ে তার গুরুতর উদ্বেগ প্রকাশ করে আসছে।

ইরানি কর্নেল নিহত

অন্যদিকে পার্সটুডে জানিয়েছে, পাকিস্তান সীমান্তবর্তী ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় ইরানের একজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। গত বুধবার আইআরজিসি’র কুদস ঘাঁটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সিস্তান-বালুচিস্তান প্রদেশে আইআরজিসি’র সালমান ইউনিটে কর্মরত কর্নেল হোসেইন আলী জাওয়ানফার গুপ্তহত্যার শিকার হন। প্রদেশের খাশ শহরের সঙ্গে প্রাদেশিক রাজধানী জাহেদানের সংযোগ সড়কে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ওই কর্মকর্তা নিহত হন।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ