25 C
আবহাওয়া
৭:০৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » শৈত্য প্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নামল ৮.৭ ডিগ্রিতে

শৈত্য প্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নামল ৮.৭ ডিগ্রিতে

শীত

বিএনএ ডেস্ক: হিমালয়ের কাছে হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার সঙ্গে জেঁকে বসা হাড় কাপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। তীব্র শীতের দাপটে বেশি কাবু হয়ে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। বৃষ্টির মতো কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সেই সঙ্গে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে।

বৃহস্পতিবার ( ১৮ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর তিন ঘণ্টা আগে ভোর ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস একই ৮ দশমিক ৭ ডিগ্রি সেমলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হিমালয়ের কাছে হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে জেলায় তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবারও মৃদু শৈত্য প্রবাহ বইছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সকাল ৯টায় ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

পুরো দিনজুড়ে আকাশ থাকছে মেঘাচ্ছন্ন সূর্য উত্তাপ ছড়াতে না পারায় আবহাওয়া অফিসের প্রদত্ত তাপমাত্রার তুলনায় শীত বেশি অনুভূত হচ্ছে। এমন অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে বের না হওয়ায় সরকারি-বেসরকারি অফিসে চাকরিজীবীরা আসলেও কাজকর্মে চলছে স্থবিরতা। শিক্ষার্থীদের পড়াশুনায় ব্যাঘাত ঘটছে। জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষ বের হলেও কাজ না পেয়ে পড়েছেন চরম দুর্ভোগে। রিকশা-ভ্যানচালক, দিনমজুর, কৃষিশ্রমিকরা পড়েছেন চরম বিপাকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ