30 C
আবহাওয়া
১০:১১ পূর্বাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » পদত্যাগ করলেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা আলেক্সি আরেস্তোভিচ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রাশিয়ার হামলায় ডিপ্রোতে ৪৪ ইউক্রেনীয় নিহত হওয়ার পর তিনি এ পদত্যাগের সিদ্ধান্ত নেন।

বিবিসির খবরে বলা হয়,  স্থানীয় সময় গত সোমবার তিনি ফেসবুকে এই পদত্যাগের ঘোষণা দেন।

আলেক্সি আরেস্তোভিচ জানান, একটি মৌলিক ত্রু টির প্রতিবাদ জানাতে পদত্যাগের ঘোষণা দিলাম। আমি আমার অবস্থান থেকে পদত্যাগ করার আবেদন জমা দিয়েছি। আমি সভ্য আচরণের একটি উদাহরণ স্থাপন করতে চাই।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনো আরেস্তোভিচের পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করেননি।

২০২২ এর ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনে ৯ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪৫৩ জন শিশু।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় গত সোমবার জানিয়েছে, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনে ৭ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ