17 C
আবহাওয়া
১:৩৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » রাবি ডিন-সিন্ডিকেট নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের নিরঙ্কুশ জয়

রাবি ডিন-সিন্ডিকেট নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের নিরঙ্কুশ জয়

রাবি ডিন-সিন্ডিকেট নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের নিরঙ্কুশ জয়

বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ- সিন্ডিকেট নির্বাচনে ৫টি পদের বিপরীতে আওয়ামীপন্থী শিক্ষকরা সবগুলো পদে জয়লাভ করেছেন। অন্যদিকে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের গ্রুপ- সাদা প্যানেল একটিতেও জয়লাভ করতে পারেনি।

এদিকে, ডীন নির্বাচনে ১২টি অনুষদের ৬টিতে জয়লাভ করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল)। ৪টিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা প্যানেল)। ২টি অনুষদে বিএনপিপন্থী স্বতন্ত্র প্রার্থী পাস করেছেন।

রোববার (১৭ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে অনুষ্ঠিত এ নির্বাচনের ভোট গণনা শেষে ফলাফল জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম।

হলুদ প্যানেল থেকে এবারের সিন্ডিকেট সদস্যরা হলেন প্রাধ্যক্ষ ক্যাটাগরিতে এ. কে. এম. মাহমুদুল হক, অধ্যাপক ক্যাটাগরিতে রসায়ন বিভাগের হাসান মাহমুদ, সহযোগী অধ্যাপক পদে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের খন্দকার খালিদ বিন ফেরদৌস, সহকারী অধ্যাপক পদে ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের রাকিবুল ইসলাম, প্রভাষক পদে পদার্থবিজ্ঞান বিভাগের মো. রিজু খন্দকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এদিকে, হলুদ প্যানেল থেকে আইন অনুষদের ডীন নির্বাচিত হয়েছেন আইন বিভাগের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ, বিজ্ঞান অনুষদে গণিত বিভাগের ড. নাসিমা আখতার, ব্যবসায় শিক্ষা অনুষদে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম. কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস. এম. একরাম উল্লাহ, প্রকৌশল অনুষদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বিমল কুমার প্রামাণিক, ভূ-বিজ্ঞান অনুষদে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এ. এইচ. এম. সেলিম রেজা জয়লাভ করেছেন।

অন্যদিকে সাদা প্যানেল থেকে কলা অনুষদে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন, জীববিজ্ঞান অনুষদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মোর্তুজা, ফিসারিজ অনুষদে ফিসারিজ বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. খন্দকার মো. মোজাফফর হোসেন।

আরও পড়ুন: ববি শিক্ষক সমিতির নির্বাচন সোমবার

এছাড়া, বিএনপিপন্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবেচারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী ও কৃষি অনুষদে এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আরিফুর রহমান জয়লাভ করেছেন।

বিএনএনিউজ/ সাকিব/ বিএম

Loading


শিরোনাম বিএনএ