16 C
আবহাওয়া
৭:২০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » U19 Asia Cup: ইউএইকে ১৯৫ রানে হারিয়ে চ্যম্পিয়ন বাংলাদেশ

U19 Asia Cup: ইউএইকে ১৯৫ রানে হারিয়ে চ্যম্পিয়ন বাংলাদেশ

বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাত

স্পোর্টস ডেস্ক: এসিসি অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের(Under-19 Asia Cup 2023) শিরোপা নির্ধারণী ফাইনালে বিশাল ব্যবধানে জয় পেয়ে চ্যম্পিয়ন হয়েছে বাংলাদেশ।প্রথমে ব্যাট করে সংযুক্ত আরব আমিরাত( ইউএই)কে  ২৮৩ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। কিন্ত তারা সবকটি উইকেট হারিয়ে ২৪ ওভার ৫ বলে মাত্র ৮৭ রান তুলতে পারে।

রোববার (১৭ ডিসেম্বর ২০২৩) সকাল সাড়ে ১১ টায়  দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে  প্রথমে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠায়।

বাংলাদেশের পক্ষে আশিকুর রহমান শিবলি ১২৯ রান, আরিফ ৫০ রান এবং রিজওয়ান চৌধুরী ৬০ রান করে দলের বড় সংগ্রহ নিশ্চিত করে।তারা ৮ উইকেট হারিয়ে ৫০ওভারে ২৮২ রান সংগ্রহ করে।

সংযুক্ত আরব আমিরাত( ইউএই)পক্ষে আয়মান আহমেদ ৪টি উইকেট লাভ করেন।

এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা জয়ের জন্য বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের(UAE-U19 vs BAN-U19) মুখোমুখি হয়। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক আয়ান আফজাল খান।

বাংলাদেশের পক্ষে ফাইনালে মারুফ ৩, বর্ষন ৩, ইমন ২ ও জীবন ২টি করে উইকেট লাভ করেছেন।

২৮৩ রানে জয়ের টার্গেটে ব্যাট করে  সংযুক্ত আরব আমিরাত( ইউএই) সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৭ রান সংগ্রহ করতে পারে। ফলে যুব এশিয়া কাপে বাংলাদেশ ১৯৫ রানে জয় পেয়ে যায়।

একইদিনে বড়দের নিউজিল্যান্ডে হার আর দুবাইয়ে যুবাদের যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার খবরে বাংলাদেশের ক্রিকেট  প্রেমীদের অন্যরকম উল্লসিত করেছে।

আরও পড়ুন : কিউই বিপক্ষে ৪৪ রানে হার বাংলাদেশের

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ