16 C
আবহাওয়া
৭:১৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ফেনীতে ৮২ লাখ টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফেনীতে ৮২ লাখ টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


বিএনএ,চট্টগ্রাম:ফেনী পৌরসভা এলাকায় ফ্ল্যাট বাসার ইন্টেরিয়র এর ভিতর বিশেষ কেীশলে  রক্ষিত ২৭ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মোঃ আবুল হাশেম সোহাগ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়।উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৮২ লক্ষ টাকা।

শনিবার(১৬ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া  ১ টার দিকে  মাইশা টাওয়ারের একটি ফ্ল্যাটে এ  অভিযান চালানো হয়।  আবুল হাশেম সোহাগ (৩৮)উত্তর বেতিয়ারা চৌদ্দগ্রাম থানার মোঃ আবিদ আলীর ছেলে।

র‌্যাব সূত্র জানায়, ফ্ল্যাটের কাঠের ইন্টেরিয়র এর ভিতর বিশেষ কেীশলে রাখা এবং গ্যারেজে থাকা তার ব্যবহৃত মাইক্রোবাস থেকে  ২৭ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , তিনি  দীর্ঘদিন ধরে  কক্সবাজার থেকে ইয়াবা স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ পার্শ্ববর্তী জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বেশী মূল্যে বিক্রি করতো।

আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য  ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ নিউজ/,রেহানা, ওজি

Loading


শিরোনাম বিএনএ