21 C
আবহাওয়া
১০:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ২৫ বছর পর সৎ মা হত্যা মামলার আসামি গ্রেফতার

২৫ বছর পর সৎ মা হত্যা মামলার আসামি গ্রেফতার


বিএনএ, ডেস্ক : চট্টগ্রামের ভূজপুর থানায় সৎ মা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি বেলাল হোসেনকে দীর্ঘ ২৫ বছর পর গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব-৭)।রোববার (১৭ ডিসেম্বর) র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

গ্রেফতার আসামি বেলাল হোসেন চট্টগ্রামের ভূজপুর থানার বাংলাপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ ডিসেম্বর) নগরীর বায়োজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় দুপুর ৩টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৫ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেলাল হোসেনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/রেহানা, ওজি

Loading


শিরোনাম বিএনএ